পুরসভায় আস্থা ভোটকে ঘিরে তুলকালাম উত্তর চব্বিশ পরগণার বনগাঁয়। বিজেপি কাউন্সিলরদের আটকে রেখে আস্থা ভোটে জিতে পুরসভার দখল নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ভিড় সরিয়ে দিতে 'স্টান গ্রেনেড' পাঠায় পুলিশ। প্রথমে সবাই ভেবেছিল বোমাবাজি হয়েছে। ভয় পেয়ে সরে যান বিক্ষোভকারীরা। এই 'স্টান গ্রেনেডে' প্রচণ্ড শব্দ এবং ধোঁয়া বের হলেও কারও কোনও আঘাত লাগার সম্ভাবনা থাকে না।
বনগাঁ পুরসভায় বাইশটি আসন রয়েছে। তার মধ্যে বেশ কিছু কাউন্সিলর কয়েকদিন আগে বিজেপি-তে যোগ দেন। বিজেপি-তে যোগ দেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসও। তার পরেই পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিজেপি। এ দিন আস্থা ভোটের সময় আদালতের নির্দেশ সত্ত্বেও দুই বিজেপি কাউন্সিলরকে পুরসভার নীচে আটকে রাখা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে আস্থা ভোটে জয়ের দাবি করে তৃণমূল। আস্থা ভোটে তৃণমূল জয়ের দাবি করলেও বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছে বিজেপি।