করোনার জেরে বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। মূল্যায়ণের নিরিখেই ফল ঘোষণার সিদ্ধান্ত রাজ্য সরকারের। মূল্যায়ণের সেই তালিকায় নাম নেই অনেক পরীক্ষার্থী -র। না জানিয়েই হয়েছে পরীক্ষার ফ্রম ফিলআপ। মাদারগাছী হাইস্কুলের বিরুদ্ধে এবার এমনই অভিযোগ উঠল। অভিযোগ জানিয়েছে ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা। ফ্রম ফিলআপ -এর কথা অনেক আগেই জানানো হয়েছিল। পাল্টা দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষক।