নিখোঁজ কম্পিউটার শিক্ষক বিশ্বজিৎ রায়। ছড় মাস পেরিয়ে গেলেও নেই কোনো হৃদিস- স্বামীর খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী লিপি রায়। আলিপুরদুয়ার এক নং ব্লকের সোনাপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বিশ্বজিৎ।
নিখোঁজ কম্পিউটার শিক্ষক বিশ্বজিৎ রায়। ছড় মাস পেরিয়ে গেলেও নেই কোনো হৃদিস- স্বামীর খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী লিপি রায়। আলিপুরদুয়ার এক নং ব্লকের সোনাপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বিশ্বজিৎ। নিখোঁজ কম্পিউটার শিক্ষকের পরিবারের সদস্যরা চাইছেন দ্রুত বাড়িতে ফিড়ুক তাঁর বাড়ির লোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন স্ত্রী। উল্লেখ্য সোনাপুর কুমমরপাড়া ঘয়েরবাড়ি এলাকায় শিক্ষক বিশ্বজিৎ রায় ১৩ডিসেন্বর সোমবার বাড়ি থেকে বেরিয়ে স্কুল আসার পথে সোনাপুর চৌপথি থেকে নিখোঁজ হন।এরপর বিষয়টি নিয়ে সোনাপুর ফাঁড়ির পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেন।অভিয়োগ জানানোর পড়েও নড়েচড়ে বসে পুলিশও। সোনাপুর ফাঁড়ির পুলিশ সোনাপুর পুন্ডিবাড়ি কোচবিহার এলাকা সহ পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন এলাকায় শিক্ষক নিখোঁজের বিষয়ে পোষ্টার লাগায়। তবুও তথাপি এক মাস হয়ে যাওয়ার পড়েও কোনো হৃদিস মেলেনি।যা নিয়ে এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক কী হয়েছিলো এই শিক্ষকের সাথে,শিক্ষক বিশ্বজিৎ রায় কি আত্মগোপন করে আছে না তাঁকে অপহরণ করা হয়েছে এই বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।