২০১৩ সাল থেকে স্কুলে স্কুলে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। সেই সময় থেকে শুরু করে এখনও প্রায় ৬ হাজার স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। স্কুলের এই কম্পিউটার শিক্ষক নেওয়া হয় এজেন্সি মারফত। সেই এজেন্সিকেই জানিয়ে দেওয়া হল এই কথা। সেখানে জানানো হয়েছে ৩১ ডিসেম্বরের পরে আর কাজের নিশ্চয়তা থাকবে না কম্পিউটার শিক্ষকদের। আর সেই কারণেই মিছিল করে বিক্ষোভ দেখালেন কম্পিউটার শিক্ষকরা। উপযুক্ত বেতন পরিকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার এই কারণেই কৃষ্ণনগর ডিআই অফিসে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে।