Purulia: বামনি ফলস খুলতেই বাজার বসানো নিয়ে ২ গোষ্ঠীর দ্বন্দ

বামনি ফলস খুলতেই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। করোনার জেরে দীর্ঘদিন বন্ধ ছিল বামনি ফলস। ১ ডিসেম্বর পর্যটকদের জন্য খুলেছে বামনি ফলস। বামনি ফলস খুলতেই বাজার বসানো নিয়ে ২ গোষ্ঠীর দ্বন্দ।
 

 করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১লা ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল অযোধ্যা পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট বামনি ফলস।বামনি ফলসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়া জেলা বনাধিকারীক দেবাশীষ শর্মা।জেলা বনাধিকারিক জানান। সৌন্দর্যায়নের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর বামনি ফলসের উদ্বোধন করা হলো। যেখানে পর্যটকরা আনন্দ পাবেন। পর্যটককে কথা মাথায় রেখে করা হয়েছে শৌচাগার। এছাড়াও পরবর্তী সময়ে আরো উন্নত করা হবে অযোধ্যা পাহাড় ও বামনি ফলসকে। যাতে স্থানীয় সমস্যা না থাকে তাই সকলের সাথে কথা বলেই সমস্যা মেটানো হবে। এদিকে উদ্বোধনের পর থেকেই এলাকায় কারা দোকান বাজার বসাবে সে নিয়ে পাহাড়ের আদি বাসিন্দা এবং বাড়েরিয়া, পাথরডি সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে বামনি ফলসের পাড়ে দোকান খোলা নিয়ে শুরু হয়ে গেছে কাজিয়া।এলাকায় কারা আদি বাসিন্দা ?কারা দোকান বাজার বসাবে সেই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হওয়ায় বেশ চাপে স্থানীয় প্রশাসন সহ বন দফতর। বামনী ফলস চালু হলে দোকানদারদের জায়গা দখলকে কেন্দ্র করে গন্ডগোলের আশঙ্কায় কড়া পুলিশী মোড়কে উদ্বোধন করা হয় বামনি ফলসের। বিষয়টি নিয়ে অযোধ্যা পাহাড়ের বামনী ফলস এলাকার গ্রামের গ্রাম সভার সদস্য জ্যোতির্ময় হাঁসদা ও নমিতা হাঁসদারা জানান।২০০৬সালের জল জঙ্গল ভূমি আইন অনুযায়ী আমাদের জঙ্গলে আমাদের কর্মসংস্থানের সুযোগ দিতে হবে।যদিও বিষয়টি নিয়ে বাড়েরিয়া ও পাথরডি সুরক্ষা কমিটির সম্পাদক অজয় কুমার জানান।বামনি ফলস আমাদের এলাকার মধ্যে।এখানে দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষ ব্যাবসা করে জীবিকা নির্বাহ করে আসছিল।তাই আমাদের দাবি যে সকল ব্যাক্তি এই বামনি ফলসে দোকান করে আসছিল তাদের পুনরায় দোকান খোলার অনুমতি দিতে হবে।দাবি না মানা হলে উভয় পক্ষই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।পরে উভয় গ্রামের বাসিন্দাদের সাথে আলোচনার পর উদ্বোধনের কাজ সম্পন্ন হয়। উদ্বোধন ঘিরে কড়া পুলিশী নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় এলাকা।উপস্থিত ছিলেন ঝালদা মহকুমা শাসক রিতম ঝা,মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত দেব, বাগমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ অযোধ্যা পাহাড়ের বনদপ্তর আধিকারিক মনোজকুমার মল্ল সহ  অন্যান্যরা। শীত পড়তেই নভেম্বর মাস থেকে পর্যটকরা ভিড় জমান অযোধ্যা পাহাড়ে। পাহাড়ে অন্যান্য টুরিস্ট স্পট থেকে সবচেয়ে আকর্ষণীয় বামনী ফলস ।কিন্তু একদিকে করোনা এবং অন্যদিকে সৌন্দর্যায়নের কারণে বামনী ফলস দীর্ঘ  দু বছর বন্ধ রাখা হয়।ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই বামনি ফলস খুলে যাওয়ায় এবার অযোধ্যা পাহাড় ভ্রমণের বাড়তি আনন্দ নিতে পারবেন দূরদূরান্তের পর্যটকরা।


 

06:59'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে' চরম কটাক্ষ শমীক ভট্টাচার্যের02:35‘বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে’ বিস্ফোরক মন্তব্য শোভন দেব চট্টোপাধ্যায়ের03:58Balurghat BSF : রেডি বিএসএফ! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে বিজিবি! এবার শিবরামপুরে03:08চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির05:46BSF Border : বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, বিজিবির বাধা! রক্ষা করতে এল বিএসএফ03:31‘মমতা পশ্চিমবঙ্গকে লন্ডন বানাতে গিয়ে লাহোর বানিয়ে ফেলেছেন’ মমতাকে চরম খিল্লি দিলীপের03:32South 24 Parganas News: পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য কানিং-এ02:52'তৃণমূলের ছোট-মাঝারি-বড় সব মাথার ছাতা মমতা বন্দ্যোপাধ্যায়' তৃণমূল কাউন্সিলর খুনে তীব্র আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর02:37অন্য স্ট্যান্ডে অটো রাখায় চরম বিবাদ! কপালে ইট লাঠি! চাঞ্চল্য কানিং-এ02:01তৃণমূল থেকে সাসপেন্ড আরাবুল ইসলাম, উল্লাসে মাতলেন শওকত মোল্লার অনুগামীরা