শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হলেন কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে পুরুলিয়া জেলা আদালত তাঁকে জামিন দেয়। ওই সময় দলীয় দুই বিধায়ক নেপাল মাহাতো এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আদালত চত্বরে কংগ্রেস কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। শুনানির পর সন্ময় বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন বিচারক। এর পরেই উল্লাস ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। বাইরে বেরিয়ে আসতেই মালা পরিয়ে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেন কংগ্রেস সমর্থকরা। জামিনে মুক্ত হয়ে কেঁদে ফেলেন সন্ময়বাবু। তবে এ দিনও তাঁকে হেনস্থা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও সরব হন এই কংগ্রেস নেতা।
ইউটিউবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য রাখার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে সোদপুর এলাকা থেকে সন্ময়বাবুকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই গ্রেফতারি বলে অভিযোগ করেন বিরোধীরা। প্রাক্তন এই কাউন্সিলরকে গ্রেফতারির গত শুক্রবার তাঁকে পুরুলিয়া আদালতে পেশ করা হলে প্রথমে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এ দিন অবশ্য তাঁর জামিন মঞ্জুর হয়।