ক্রমশ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে ব্ল্যাক ফাঙ্গাস (mucormycosis)। এই ব্ল্যাক ফাঙ্গাসই এখন নতুন চিন্তার কারণ হয়ে উঠেছে। এবার এই ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা গেল উত্তর দিনাজপুরের এক ব্যক্তির মধ্যে। প্রথমে করোনা সংক্রমণ নিয়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর শরীরে পরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ লক্ষ্য করা যায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়েছে।