অবশেষে নদিয়ায় এসে পৌঁছল করোনা টিকা। বুধবার সকাল সাড়ে ১০ টা নাগাদ নদিয়ার কৃষ্ণনগর মাতৃসদন হাসপাতালে বিশেষভাবে পুলিশি পাহারায় করোনা টিকা পৌঁছায়। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে টিকাকরণ, এমনটাই জানালেন নদিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অপরেশ বন্দ্যোপাধ্যায়। আপাতত চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী টিকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৩৬ হাজার ভ্যাকসিন এসে পৌঁছিয়েছে বলে জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।