সল্টলেক ইন্দিরা ভবনের কাছে চলছে মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ বঞ্চিত প্রার্থীদের ধর্ণা মঞ্চ, আজ তাদের ধর্ণা মঞ্চে আসেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী
সল্টলেক ইন্দিরা ভবনের কাছে চলছে মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ বঞ্চিত প্রার্থীদের ধর্ণা মঞ্চ,আজ তাঁদের ধর্ণা মঞ্চের ১৩ তম দিন | আজ তাদের ধর্ণা মঞ্চে আসেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, তাঁদের মাঝে বসে তাদের দাবি দাওয়া শোনেন তিনি | তাঁদের দাবি অবিলম্বে মাদ্রাসা সার্ভিস কমিশনকে পাশ করা বঞ্চিত প্রার্থীদের নিয়োগ দিতে হবে। ২০১৩ সালের বিজ্ঞপ্তি ৩১৮৩ সিটে ২০১৮ সালে নিয়োগ হয়েছে ১৯০০ সিটে,মাদ্রাসা সার্ভিস কমিশনকে অবিলম্বে একটি ফেজ প্রকাশ করে পাশ করা বঞ্চিতদের নিয়োগ দিতে হবে , এরকম ১২ টি দাবি নিয়ে সল্টলেকে তারা ধর্ণা মঞ্চে বসেছে