বালুরঘাটে CPIM-এর 'বিশাল' বিক্ষোভ সমাবেশ। প্রধান বক্তা CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 'চোর ধরার কথা বললে লুকিয়ে পড়ে৷ আর চোর ধরার জন্য CBI, ED আসছে'। মহম্মদ সেলিম বলেন, ‘আমরা মাইক লাগাতে বললে থানার IC বলেন লাগানো যাবে না৷ আর তৃণমূলের চোরেদের জন্য পুলিশের অফিসাররা এসে বাঁশ পুঁতে দেন৷’ পুলিশের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা আপনাদের DM, SP-কে পাহারা দিন৷ আমরা সেদিকে ঘুরেও তাকাব না৷ তবে সরে দাঁড়ান আমাদের মিছিল আসছে৷’ চোর ধরো জেল ভরো কর্মসূচি সহ একাধিক দাবিকে সামনে রেখে এদিন বিকেলে বালুরঘাটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল CPIM
বালুরঘাটে CPIM-এর 'বিশাল' বিক্ষোভ সমাবেশ। প্রধান বক্তা CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 'চোর ধরার কথা বললে লুকিয়ে পড়ে৷ আর চোর ধরার জন্য CBI, ED আসছে'। মহম্মদ সেলিম বলেন, ‘আমরা মাইক লাগাতে বললে থানার IC বলেন লাগানো যাবে না৷ আর তৃণমূলের চোরেদের জন্য পুলিশের অফিসাররা এসে বাঁশ পুঁতে দেন৷’ পুলিশের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা আপনাদের DM, SP-কে পাহারা দিন৷ আমরা সেদিকে ঘুরেও তাকাব না৷ তবে সরে দাঁড়ান আমাদের মিছিল আসছে৷’ চোর ধরো জেল ভরো কর্মসূচি সহ একাধিক দাবিকে সামনে রেখে এদিন বিকেলে বালুরঘাটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল CPIM