করোনার বিপদ থেকে রক্ষা করতে মা বিপত্তারিণীর পুজো পুরুলিয়ার ঝালদায়। মঙ্গলবার ঝালদা শহরের ছুতার দূর্গা মন্দিরে আয়োজিত হয় মা বিপত্তারিণীর পুজো। এছাড়াও ঝালদা শহরের কাঞ্জি মেলা সার্বজনীন দুর্গা মন্দিরে ভক্তরা মা বিপত্তারিণীর পুজো দেন। নিয়ম অনুযায়ী প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষে রথ যাত্রার পরের মঙ্গল বার এবং শনিবার সপ্তাহের এই বিশেষ দুদিন অনুষ্ঠিত হয় মা বিপত্তারিণীর পুজো। মূলত পরিবার এবং সন্তানদের মঙ্গলকামনায় এবং বিপদ থেকে রক্ষা করার জন্যই বাড়ির গৃহিণীরা বিপত্তারিণীর পুজো দেন। করোনা কালে স্বামী সন্তানদের মঙ্গল কামনার পাশাপাশি করোনা থেকে মুক্ত হওয়ার জন্য মা বিপত্তারিনীর কাছে প্রার্থনা করলেন ব্রতীরা।
করোনার বিপদ থেকে রক্ষা করতে মা বিপত্তারিণীর পুজো পুরুলিয়ার ঝালদায়। মঙ্গলবার ঝালদা শহরের ছুতার দূর্গা মন্দিরে আয়োজিত হয় মা বিপত্তারিণীর পুজো। এছাড়াও ঝালদা শহরের কাঞ্জি মেলা সার্বজনীন দূর্গা মন্দিরে ভক্তরা মা বিপত্তারিণীর পুজো দেন। নিয়ম অনুযায়ী প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষে রথ যাত্রার পরের মঙ্গল বার এবং শনিবার সপ্তাহের এই বিশেষ দুদিন অনুষ্ঠিত হয় মা বিপত্তারিণীর পুজো। মূলত পরিবার এবং সন্তানদের মঙ্গলকামনায় এবং বিপদ থেকে রক্ষা করার জন্যই বাড়ির গৃহিণীরা বিপত্তারিণীর পুজো দেন। করোনা কালে স্বামী সন্তানদের মঙ্গল কামনার পাশাপাশি করোনা থেকে মুক্ত হওয়ার জন্য মা বিপত্তারিনীর কাছে প্রার্থনা করলেন ব্রতীরা।