গ্রামের নেতা থেকে অঞ্চল সভাপতি, সেখান থেকে ব্লক সভাপতি। এভাবেই হাত বদলে উপরের নেতৃত্বের কাছে পৌঁছে যেত কাটমানির ভাগ। রবিবার এমনই দাবি করলেন কাটমানি নেওয়ায় অভিযুক্ত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের জালপাড়া দুই তৃণমূল নেতা।
অভিযুক্ত দুই তৃণমূল নেতার নাম অপূর্ব ঘোষ এবং কালীময় গঙ্গোপাধ্যায়। ওই দুই নেতার বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের থেকে সরকারি বাড়ি নির্মাণ প্রকল্পে পাওয়া টাকার একাংশ নেওয়ার অভিযোগ ছিল। অভিযোগ, পরিবার পিছু সাত হাজার দশ হাজার টাকাও নিতেন ওই দুই নেতা। দুই তৃণমূল নেতাকে নিয়ে রবিবার গ্রামের মধ্যেই সভা বসান বিজেপি নেতারা। সবমিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। চাপে পড়ে দু' জনেই টাকা নেওয়ার কথা স্বীকার করে দাবি করেন, অধিকাংশ টাকাই দলের অঞ্চল এবং ব্লক সভাপতির হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি টাকা দলের মিছিল, মিটিং আয়োজনে খরচ হয়েছে।