দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে কোটি টাকা ডাকাতি, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনার মুহূর্তের রোমহর্ষক ভিডিও

দিনেরবেলায় বন্দুক উঁচিয়ে কোটি টাকা ডাকাতি। টাকা ভর্তি ব্যাগ নিয়ে জনবহুল রাস্তা দিয়ে পালালো ডাকাতরা। ঘটনাটি ঘটেছে ব্যাঁটরার কদমতলার একটি লোহার গোডাউনে। সিসিটিভিতে ধরা পড়ে ঘটনার মুহূর্তের ছবি। গোডাউনের ম্যানেজারকে বেঁধে রেখেই চলে ডাকাতি।

দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে কোটি টাকা ডাকাতি করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে জনবহুল রাস্তা দিয়ে পালালো ডাকাতরা। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে ব্যাঁটরার কদমতলার পুষ্পশ্রী সিনেমা হলের কাছে একটি লোহার গোডাউনে। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ একটি ভাড়ার গাড়িতে করে চারজন দূষ্কৃতি আসে। তিন দূষ্কৃতি গাড়ি থেকে নেমে একটি গোডাউনে ঢুকে পড়ে। গোডাউনের ম্যানেজারকে বেঁধে ফেলে মাথায় বন্দুক ঠেকিয়ে এক কোটি টাকা নিয়ে গাড়িতে উঠে পালাতে গিয়ে ট্র‍্যাফিক জ্যামে  আটকে যায় গাড়িটি। তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পিস্তল উঁচিয়ে ভিড়ের মধ্যে  দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ৩দূষ্কৃতি। তারা বড় রাস্তা ছেড়ে এলাকার একটি গলিতে ঢুকে পড়ে। প্রাথমিকভাবে অনুমান মূলত সিসিটিভি ক্যামেরা এড়াতেই তারা পায়ে হেঁটে পালানোর জন্যে গলিপথ বেছে নেয়। পিস্তল উঁচিয়ে পালানোর ছবি ধরা পড়ে এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায়। স্থানীয় মানুষ ডাকাতরা যে গাড়িটি ভাড়া করে ডাকাতি করতে এসেছিলো সেই গাড়ির চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ওই গোডাউনের মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই দূষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি গোডাউনের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। এই ঘটনায় ব্যাবহৃত গাড়িটিকে চালক সমেত আটক করা হয়েছে। পুলিশসুত্রে জানা গিয়েছে দূষ্কৃতিরা হাওড়া ময়দান থেকে গাড়িটিতে ওঠে। প্রথমে পাঁচ জন গাড়িতে উঠলেও পরে বসতে অসুবিধার কারণে একজন দূষ্কৃতি নেমে যায় গাড়ি থেকে। চালক বাদে চারজন দূষ্কৃতি ঘটনাস্থলে এলেও, একজন গাড়িতেই বসে থাকে ও বাকি ৩জন গাড়ি থেকে নেমে ওই গোডাউনে যায়।  প্রকাশ্যে দিনের বেলায় এই ডাকাতির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মূলত কারখানার শহর হাওড়ায়, লেবার পেমেন্ট, ও পার্টি পেমেন্ট সাধারণত শনিবারে হয়। সেক্ষেত্রে মঙ্গলবার ওই গোডাউনে এত টাকা রাখা আছে সেই খবর কিভাবে দূষ্কৃতিরা জানতে  পারল তা নিয়ে উঠছে প্রশ্ন।

05:39‘বাংলাদেশকে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন দিলীপ10:37কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন শুভেন্দু, শুনলে চমকে উঠবেন03:53‘পশ্চিমবঙ্গে জঙ্গিদের সরকারের মুখোশ মমতা’ শুভেন্দুর ঝাঁঝালো তোপ মমতাকে04:33‘মমতা আজ তৃণমূলের মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক সুকান্ত03:35Hooghly News Today: অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ02:18নিউ আলিপুরের বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল02:41সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে07:45'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে' বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর03:19South 24 Parganas News Today: সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও!02:15Bangladesh : শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা, দেখুন