ফের বিজেপি কর্মীর মৃত দেহ উদ্ধার। রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় সক্রিয় এক বিজেপি কর্মীর দেহ। মৃত যুবকের নাম শম্ভু বারুই। পূর্ব মেদিনীপুরের গড়বাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বংশীধর এলাকার বাসিন্দা ওই যুবক। পরিবার সূত্রে খবর, বুধবার রাত তিনটে নাগাদ তাঁর একটি ফোন আসে, তার পরেই বেরিয়ে যান শম্ভু। পরে রেল লাইনের পাশ তাঁর লাশ দেখতে পায় গ্রামবাসীরা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে। ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলের সদস্যরা। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের।