পুকুর থেকে দেহ উদ্ধার হল নিখোঁজ ছাত্রীর। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার বাইনারি গ্রামে। মৃত ছাত্রীর নাম সীমা বর্মন (১৬)। একাদশ শ্রেণীর এই ছাত্রী গত বুধবার থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার ভোর বেলায় তাঁর দেহ বাড়ির সামনে পুকুরে ভাসতে দেখে প্রতিবেশীরা। তারা তাঁকে পুকুরে ভাসতে দেখে খবর দেয় লোকাল থানায়। পুলিশ গিয়ে ছাত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতার বাবার কথায় সে নাকি সাঁতার কাটতে জানত না। জলে পড়ে গিয়ে মৃত্যু না এর পিছনে অন্য কোনও কারণ আছে তা নিয়ে ইতিমধ্যেই দানা বেধেছে রহস্য। এলাকায় মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল সে। তাঁর এই মৃত্যু মেনে নিতে পারছে না স্কুলের সহপাঠী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও গ্রামের মানুষরাও। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।