অন্তঃসত্ত্বা স্ত্রী -কে খুন করে আত্মঘাতী স্বামী, শান্তিপুরে দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য

  • বিছানায় পড়ে রয়েছে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃতদেহ
  • অন্যদিকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় স্বামী
  • শান্তিপুরে উদ্ধার হল দম্পতির মৃতদেহ 
  • ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়
     

বিছানায় পড়ে রয়েছে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত দেহ। অন্যদিকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় স্বামী। শান্তিপুরে উদ্ধার হল এক দম্পতির মৃত দেহ। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সূত্রের খবর, নদীয়া শান্তিপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ার বাসিন্দা দিলরুবা ইয়াসমীন। এক বছর আগেই তাঁর দেখাশোনা করেই বিয়ে হয়েছে শান্তিপুর থানার মালঞ্চ এলাকার সাবির শেখের সঙ্গে। দিলরুবার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী সাবিরের মায়ের সঙ্গে দিলরুবার অশান্তি হত মাঝে মধ্যেই। অশান্তির জেরে ইদানিং দিলরুবা তাঁর বাবার বাড়িতেই থাকতেন। ঘটনার এক দিন আগেই সাবির আসেন দিলরুবার বাড়িতে। মঙ্গলবার রাতে তাঁরা একই ঘরে ঘুমিয়ে ছিল। বুধবার সকালে দিলরুবা ইয়াসমিনের দাদা দীর্ঘক্ষন ডাকাডাকি করলেও কোনও উত্তর না মেলায় সন্দেহ হয় দিলরুবার দাদার। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে বোন খাটের উপর পরে রয়েছে ও তাঁর স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলছে। প্রাথমিক অনুমান স্ত্রী -কে খুন করেই আত্মঘাতী হয়েছেন স্বামী। পরে পুলিশ এসে উদ্ধার করে তাঁদের দেহ। মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।  

06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা02:46North Sonarpur Book Fair 2024উত্তর সোনারপুর বইমেলা শুরু! ছোটদের বইমুখী করতে নতুন চমক, দেখুন