নিজের বাড়ি থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ার গলা কাটা দেহ। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার হুসনাবাজার এলাকায়। শুক্রবার দুপুর প্রায় দেড়টা নাগাদ উদ্ধার হয় তাঁর দেহ। ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। মৃতা প্রৌঢ়ার নাম মৌসুমি গোস্বামী। মৃতার স্বামী নিমাই গোস্বামী জানিয়েছেন, ঘটনার সময় তিনি পুজো করছিলেন। পুজো সেরে ঘরে এসে তিনি দেখেন তাঁর স্ত্রী রক্তাত্ব অবস্থায় মেঝেতে পড়ে আছে। চুরির জন্য খুন নাকি পারিবারিক সমস্যার জেরে খুন সে বিষয়ে খতিয়ে দেখছেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী। মৃতার ছেলে জানিয়েছেন ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা এবং স্ত্রী ছিলেন। কি কারণে খুন তা এখনও স্পষ্ট নয় কারোর কাছেই। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দাসপুর পুলিশ। খুব শ্রীঘ্রই ঘটনার কিনারা করতে পারবেন বলে আশা করেছেন পুলিশ আধিকারিকেরা।