একে একে বাড়ি ফিরল অভিযাত্রীদের কফিনবন্দি দেহ। শোকের ছায়া গোটা এলাকা এবং মৃতদের পরিবারে। হরিদেবপুরের কবরডাঙার বাসিন্দা তনুময় তিওয়ারি। মামা ও বন্ধুদের সঙ্গে ১১ অক্টোবর রওনা দেয় তনুময়। অবশেষে এবার তাঁরই দেহ ফিরল কফিনবন্দি হয়ে। মামা সুখেন মাঝির দেহ এখনও পাওয়া যায়নি। ৫ নভেম্বর জন্মদিন ছিল তনুময়ের। জন্মদিনের আগেই সোমবার ফিরল তনুময়ের নিথর দেহ। তনুময়ের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।
একে একে বাড়ি ফিরল অভিযাত্রীদের কফিনবন্দি দেহ। শোকের ছায়া গোটা এলাকা এবং মৃতদের পরিবারে। হরিদেবপুরের কবরডাঙার বাসিন্দা তনুময় তিওয়ারি। মামা ও বন্ধুদের সঙ্গে ১১ অক্টোবর রওনা দেয় তনুময়। অবশেষে এবার তাঁরই দেহ ফিরল কফিনবন্দি হয়ে। মামা সুখেন মাঝির দেহ এখনও পাওয়া যায়নি। ৫ নভেম্বর জন্মদিন ছিল তনুময়ের। জন্মদিনের আগেই সোমবার ফিরল তনুময়ের নিথর দেহ। তনুময়ের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।