কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের সাংসদ তথা নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। বুধবার মোদীর মন্ত্রীসভার রদবদলের আগেই কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দেন দেবশ্রী চৌধুরী। তার এই ইস্তফাপত্র জমা দেবার পরেই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় রায়গঞ্জ শহরে তার আবাস্থল তথা দপ্তর থেকে তার নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে সংগঠনের দায়িত্ব দেওয়া হতে পারে বলে বিজেপি সূত্রে খবর।