জেলা ভাগ ঘোষণার ২৪ ঘন্টা যেতে না যেতেই বিক্ষোভ, জেলা ভাগের আঁচ পড়লো এবার নদিয়ার শান্তিপুরে |
জেলা ভাগ ঘোষণার ২৪ ঘন্টা যেতে না যেতেই বিক্ষোভ | জেলা ভাগের আঁচ পড়লো এবার নদিয়ার শান্তিপুরে | শিবলিঙ্গ শিবনিবাস মন্দিরের সম্মুখে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করল স্থানীয় বাসিন্দারা | তাদের দাবি নদীয়া জেলা ভাগ হতে দেবে না