এ যেন এক অন্য ছবি। ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী কে দেখা গেল মাটিতে বসে প্রতিবাদ করতে। শুধু তাই নয়, কর্মসূচিতে বিজেপি জিন্দাবাদ বা ভারত মাতা কি জয় স্লোগানে এক আধ বার হাত তুলতে দেখা গেলেও 'জয় শ্রী রাম' ধনীতে কিন্তু মুখ বুজেই থাকতে দেখা গেল আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের প্রাক্তন মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী কে। এই নিয়ে অবশ্য মন্তব্য করতে ছাড়েননি মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক। জীতেন্দ্র তিওয়ারিকে ইঙ্গীত করে তিনি বলেন 'বোধোদয় হয়েছে হয়ত'। সায়ান্তান বসু এ নিয়ে জানিয়েছেন, মাটিতে বসে এর আগেও তিনি বহুবার আন্দোলন করেছেন। আর ভ্যাকসিন কাণ্ডে আধার কার্ড বা ভোটার কার্ডে নেতাদের সই নিয়ে তীব্র নিন্দা করেন তিনি। জয় শ্রী রাম ধ্বনীতে তাঁদের চুপ থাকা, এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে।
এ যেন এক অন্য ছবি। ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী কে দেখা গেল মাটিতে বসে প্রতিবাদ করতে। শুধু তাই নয়, কর্মসূচিতে বিজেপি জিন্দাবাদ বা ভারত মাতা কি জয় স্লোগানে এক আধ বার হাত তুলতে দেখা গেলেও 'জয় শ্রী রাম' ধনীতে কিন্তু মুখ বুজেই থাকতে দেখা গেল আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের প্রাক্তন মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী কে। এই নিয়ে অবশ্য মন্তব্য করতে ছাড়েননি মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক। জীতেন্দ্র তিওয়ারিকে ইঙ্গীত করে তিনি বলেন 'বোধোদয় হয়েছে হয়ত'। সায়ান্তান বসু এ নিয়ে জানিয়েছেন, মাটিতে বসে এর আগেও তিনি বহুবার আন্দোলন করেছেন। আর ভ্যাকসিন কাণ্ডে আধার কার্ড বা ভোটার কার্ডে নেতাদের সই নিয়ে তীব্র নিন্দা করেন তিনি। জয় শ্রী রাম ধ্বনীতে তাঁদের চুপ থাকা, এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে।