চন্দননগর বিজেপির ব়্যালি। চন্দননগর তালডাঙা মোড় থেকে শুরু হয় ব়্যালি। শুভেন্দুর নেতৃত্বেই ব়্যালির আয়োজন। তৃণমূলের দক্ষিণ কলকাতা ব়্যালির পরেই এই ব়্যালি। ব়্যালির মাঝে দেশের গদ্দারদের গুলি মারার স্লোগান। তৃণমূলের মুখেও শোনা গিয়েছিল এই একই স্লোগান। এবার বিজেপিও পাল্টা স্লোগান দিলেন এই দিনের ব়্যালিতে। মানকুন্ডুর সার্কাস মাঠে শেষ হয় ব়্যালি। এর আগে দিল্লিতে এই স্লোগান নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এবার আবারও এই স্লোগান ফিরে শোনা গেল বাংলায়।