দার্জিলিংয়ের চৌরাস্তার কাছে ম্যাল রোডে প্রাচীন হোটেল কাম রেস্টুরেন্ট এর ভয়াবহ আগুন।হোটেল রেস্তোরাঁ থেকে ধোয়া দেখতে পেয়ে ঘটনার খবর দেয়া হয় দমকলকে।প্রাচীন হোটেল কাম রেস্টুরেন্ট কাঠের তৈরী থাকায় হোটেলর বাকি অংশে।ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে ছুটে আসছে দলকলের ৩টি ইঞ্জিনের গাড়ি।দীর্ঘক্ষণ চেষ্টা দমকলের কর্মীরা নিযন্ত্রণে আনে আগুন। স্থানীয় সূত্রে খবর, ক্ষয়ক্ষতি পরিমাণ প্রচুর।আগুল লাগার কারণ খতিয়ে দেখাচ্ছে সংশ্লিষ্ট দপ্তর।