জেলায় জেলায় শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। তাতেই এখন নাজেহল অবস্থা বাংলার মানুষের। প্রাকৃতিক দুর্যোগের মাঝেই এবার আরও এক আতঙ্ক। জঙ্গলমহলে ফের হাতির হানা। পুরুলিয়ার বাগমুন্ডির একাধিক গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল। তিনটি দাঁতাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে সেখানে। হাতির তান্ডবে ঘুম উড়েছে গ্রামবাসীদের। হাতিগুলোকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা। বন দপ্তর সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে হাতিগুলো দলমা থেকে অযোধ্যা জঙ্গলে প্রবেশ করেছে।