কলকাতা থেকে মিজোরাম যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকেদের মুখোমুখি দিলীপ ঘোষ | অগ্নিপথ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন এর পিছনে চক্রান্ত করা হচ্ছে ,মোদিজীর বিরোধিতা করার কোনো সুযোগ নেই তাই বিজেপি শাসিত রাজ্য গুলোকে টার্গেট করা হয়েছে - দিলীপ
কলকাতা থেকে মিজোরাম যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকেদের মুখোমুখি দিলীপ ঘোষ | অগ্নিপথ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন এর পিছনে চক্রান্ত করা হচ্ছে ,মোদিজীর বিরোধিতা করার কোনো সুযোগ নেই তাই বিজেপি শাসিত রাজ্য গুলোকে টার্গেট করা হয়েছে - দিলীপ | যে যুবকরা রাস্তায় নেমেছে পুরোটা বোঝেন নি বা কেউ তাদেরকে না বুঝিয়ে উত্তেজিত করছে বললেন দিলীপ | সেনার চাকরি বন্ধ হচ্ছে না যারা চাকরি পেয়েছেন তারা স্থায়ী হবেনবললেন দিলীপ | প্রচুর যুবক জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সব ধরনের ট্রেনিং পাবেন বললেন দিলীপ | এদিকে সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নতুন একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে |সেখানে ঘোষণা হয় চার বছরের জন্য সামরিক বিভাগে নিয়োগ করা হবে | তারই প্রতিবাদে ঠাকুরনগরে বনগাঁ শিয়ালদা লাইনে রেল অবরোধ -বিক্ষোভ চাকরিপ্রার্থীরাঅবরোধ এর ফলে দুর্ভোগ এ পরে সাধারণ মানুষ | প্রায় দু' ঘণ্টা বাদে সেখানে আসে বিশাল পুলিশ বাহিনী | এরপর চাকরিপ্রার্থীদের করা রেল অবরোধ উঠে যায় এবং রেল চলাচল স্বাভাবিক হয়