আসানসোলের জেলা কার্যালয়ে এসে তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দিল্লি গিয়ে নেতাদের জয়েন করাচ্ছেন মমতা । আসলে তৃণমূল এখন ডাস্টবিন হয়ে গেছে। যাদের যোগদান করাচ্ছেন তাদের কী দেবেন না দেবেন জানা নেই। তবে পুনর্বাসন দেবার জায়গা হয়েছে টিএমসির। শুধু তাই নয়...প্রধানমন্ত্রী র সঙ্গে আগামী কাল মুখ্যমন্ত্রীর দেখা করার বিষয়ে তিনি বলেন,''জারুরাত পরে মা'কা, তো গাধা কহে কাকা। এখন হাঁড়ি বসছে না তাই প্রধানমন্ত্রীর কাছে যাওয়া। এর সঙ্গে তিনি এও বলেন যে বিজেপি দাবি করছে সব নির্বাচন এক সাথেই হোক।
আসানসোলের জেলা কার্যালয়ে এসে তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দিল্লি গিয়ে নেতাদের জয়েন করাচ্ছেন মমতা । আসলে তৃণমূল এখন ডাস্টবিন হয়ে গেছে। যাদের যোগদান করাচ্ছেন তাদের কী দেবেন না দেবেন জানা নেই। তবে পুনর্বাসন দেবার জায়গা হয়েছে টিএমসির। শুধু তাই নয়...প্রধানমন্ত্রী র সঙ্গে আগামী কাল মুখ্যমন্ত্রীর দেখা করার বিষয়ে তিনি বলেন,''জারুরাত পরে মা'কা, তো গাধা কহে কাকা। এখন হাঁড়ি বসছে না তাই প্রধানমন্ত্রীর কাছে যাওয়া। এর সঙ্গে তিনি এও বলেন যে বিজেপি দাবি করছে সব নির্বাচন এক সাথেই হোক।