ভোটের আর বেশি দিন বাকি নেই। তার আগে এখন একরকম রাজনৈতিক তরজা চলছে সর্বত্র। সেই সঙ্গেই চলছে রাজনীতির কাদা ছোঁড়াছুড়ি। কখনও বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ করতে শোনা যাচ্ছে বিজেপির আবার কখনও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। সব মিলিয়ে একরকম উত্তপ্ত এখন রাজনৈতিক মহল। এবার আরাও একবার এমনই রাজনৈতিক মন্তব্য করতে শোনা গেল দিলীপ ঘোষ -কে। চা চক্রে গিয়ে তিনি একাধিক মন্তব্য করেন তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি তিনি বলেন, 'একবার আমরা ভোট চাইব পরের বার আপনারা ভোট দেবেন'। এছাড়াও তিনি বলেন একবার আমাদের ওপর ভরসা রেখে দেখুন। বাংলা ছেড়ে আর কাউকে বাইরে যেতে হবে না। এখানেই সবাই চাকরি পাবে বলেও তিনি ভরসা দেন। এছাড়াও নানান রাজনৈতিক মন্তব্য তিনি করেন। বলেন সব দলকেই বিশ্বাস করেছেন এবার একবার আমাদের উপর বিশ্বাস রাখুন।