শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঁচিল তোলা নিয়ে যে ঝামেলার সূত্রপাত হয়েছিল এবার তাই নিয়েই মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন এর পেছনে আছে রাজ্যের শাসক দলের হাত। মঙ্গলবারে দিল্লী থেকে কলকাতায় ফেরার পথে হাওড়া স্টেশনে তিনি এই মন্তব্য করেন। তিনি এও বলেন এই ঘটনার পেছনে মদত রয়েছে তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয় শান্তিনিকেতনে পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলেও তিনি জানিয়েছেন। তাঁর কথায় বিশ্ববিদ্যালয়গুলি এক একটি তৃণমূল পার্টি অফিস হয়ে উঠেছে। বিশ্বভারতীর ক্ষেত্রে কেন্দ্রের হস্তক্ষেপ বিশেষ প্রয়োজন বলে তিনি মনে করেন তাই ইতিমধ্যেই তিনি কেন্দ্র সরকারের সঙ্গেও কথা বলেছেন।