Digha fire incident: নিউ দিঘার হোটেলে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

নিউ দিঘার হোটেলে বিধ্বংসী আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় হোটেলে। পর্যটকদের উদ্ধার করা হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান।
 

নিউ দিঘার হোটেলে বিধ্বংসী আগুন। সকালে ১১টা নাগাদ হোটেলের সিঁড়ির লবি থেকে আচমকাই ধোঁয়া বেরতে শুরু করে। আতঙ্কে হোটলের কর্মীরা হোটেল ছেড়ে বাইয়ে বেরিয়ে আসে। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় হোটেলে। দমকল গিয়ে পর্যটকদের উদ্ধার করা শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল বলে জানা গিয়েছে। পার্শ্ববর্তী হোটেলের কর্মচারীরা যারা ছিলেন তাঁরাও জানিয়েছেন শর্ট সার্কিটের কারণেই এই আগুন। তবে ওই হোটেলে পর্যটকরা আতঙ্কে কেই রেলিং দিয়ে ঝাঁপ দেয় কেউ আবার হোটেলের পাইপ দিয়ে নীচে নেমে আসে। ঘটনাস্থলে রামনগর দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিঘা থানার পুলিশ। এই ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর06:37Bhangar : তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়02:39পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য চন্দননগরে05:01'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:08‘ভারতবর্ষ ফুঁ দিলে বাংলাদেশ উড়ে যাবে’ ইউনূসকে চরম হুঁশিয়ারি অগ্নিমিত্রার, দেখুন03:08চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য নদিয়ায়06:07Krishnanagar : বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে এক এক করে ৫ জন মিলে...! বিরাট সাজা দিল আদালত