নিউ দিঘার হোটেলে বিধ্বংসী আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় হোটেলে। পর্যটকদের উদ্ধার করা হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান।
নিউ দিঘার হোটেলে বিধ্বংসী আগুন। সকালে ১১টা নাগাদ হোটেলের সিঁড়ির লবি থেকে আচমকাই ধোঁয়া বেরতে শুরু করে। আতঙ্কে হোটলের কর্মীরা হোটেল ছেড়ে বাইয়ে বেরিয়ে আসে। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় হোটেলে। দমকল গিয়ে পর্যটকদের উদ্ধার করা শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল বলে জানা গিয়েছে। পার্শ্ববর্তী হোটেলের কর্মচারীরা যারা ছিলেন তাঁরাও জানিয়েছেন শর্ট সার্কিটের কারণেই এই আগুন। তবে ওই হোটেলে পর্যটকরা আতঙ্কে কেই রেলিং দিয়ে ঝাঁপ দেয় কেউ আবার হোটেলের পাইপ দিয়ে নীচে নেমে আসে। ঘটনাস্থলে রামনগর দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিঘা থানার পুলিশ। এই ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি।