গ্রামের নিকাশি খালে ডলফিন। অদ্ভুত শোনালেও এমন ঘটনাই ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার উদবাদাল এলাকায়। শুক্রবার সকালে গ্রামের খালে ডলফিনটিকে ভেসে বেড়াতে দেখেন গ্রামবাসীরা। এতদিন বইয়ের পাতা কিংবা টিভিতে দেখা এই প্রাণিকে চোখের সামনে দেখতে পেয়ে গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খালের পারে প্রায় মেলা বসে যায়। কিভাবে এই ডলফিনটি প্রত্যন্ত গ্রামের এই খালে এল তা এখনও স্পষ্ট নয়। বড় আকারের ডলফিনটিকে ধরতে বেশকিছু মৎস্যজীবী জলে নেমে পড়েন। অন্যদিকে এত উৎসাহী মানুষ দেখে ডলফিনটিও খেলা দেখাতে শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ডলফিনটির যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।
গ্রামের নিকাশি খালে ডলফিন। অদ্ভুত শোনালেও এমন ঘটনাই ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার উদবাদাল এলাকায়। শুক্রবার সকালে গ্রামের খালে ডলফিনটিকে ভেসে বেড়াতে দেখেন গ্রামবাসীরা। এতদিন বইয়ের পাতা কিংবা টিভিতে দেখা এই প্রাণিকে চোখের সামনে দেখতে পেয়ে গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খালের পারে প্রায় মেলা বসে যায়। কিভাবে এই ডলফিনটি প্রত্যন্ত গ্রামের এই খালে এল তা এখনও স্পষ্ট নয়। বড় আকারের ডলফিনটিকে ধরতে বেশকিছু মৎস্যজীবী জলে নেমে পড়েন। অন্যদিকে এত উৎসাহী মানুষ দেখে ডলফিনটিও খেলা দেখাতে শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ডলফিনটির যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।