প্রাক্তন কাউন্সিলরের স্বামীর দাদাগিরি, যুবতীকে মারধর, অভিযোগ থানায়

তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামী অচিন্ত্য চক্রবর্তী মদ্যপ অবস্থায়  যুবক যুবতীদের সঙ্গে বচসা করে ও মারধর করে, ঘটনায় শনিবার রাতে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে | 

একটি বেসরকারি সংস্থার কয়েকজন কর্মী হাবড়ার প্রফুল্লনগর হোস্টেল মাঠে  বিশ্রাম করছিল | সে সময় প্রাক্তন কাউন্সিলরের স্বামী অচিন্ত্য চক্রবর্তী ওখান থেকে যাচ্ছিল | ওই সময় যুবক যুবতীদের সঙ্গে বচসা বাঁধে অচিন্ত্য চক্রবর্তীর | এক যুবতীর নাকে ও মুখে ঘুসি মারে অচিন্ত্য বলে অভিযোগ | হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায় | বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে  | এই ঘটনার তদন্ত হবে, আর অপরাধী শাস্তি পাবে বলে জানান হাবরা তৃণমূল সভাপতি | 

04:52'দিদি এত মদের দোকান খুলে দিয়েছেন, কেউ তো খাবে, পুলিশই খেয়ে নিল!' বিস্ফোরক অধীর02:54'মেয়েকে বাঁচান ডাক্তারবাবু' জ্যান্ত গোখরো নিয়ে হাসপাতালে ঢুকে পড়লেন বাবা! তারপর...04:10ট্রেনের ওই কলেজছাত্রীকে ক্রমাগত হুমকি, ভয়ে পরীক্ষা দিতে যায়নি, আশ্বস্ত করলেন সুকান্ত মজুমদার04:53'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC04:52'তৃণমূলের উত্থান কলকাতা থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ07:25যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari07:25BJP Protest : যাদবপুরে এসব কি হচ্ছে! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল09:18'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের08:40"ট্রেনের ওই কলেজছাত্রীর সঙ্গে খারাপ কিছু হলে আগুন জ্বলবে", হুঙ্কার সজল ঘোষের05:04Falta Murder Case : ফলতায় খড়ের গাদায় মহিলার পোড়া দেহ, পুলিশের জালে মৃতার স্বামী, চাঞ্চল্যকর তথ্য!