শুভেন্দু অধিকারীর কনভয়ে ফের দুর্ঘটনা। এবং দুর্ঘটনাস্থল সেই মারিশদায়! এই ঘটনায় শুধু মারিশদা থানা নয়, বদল হয়েছে একাধিক থানার ওসি
শুভেন্দু অধিকারীর কনভয়ে ফের দুর্ঘটনা, এবং দুর্ঘটনাস্থল সেই মারিশদায়! | এই নিয়ে ৩ বার দুর্ঘটনার কবলে তার কনভয় | মারিশদায় দুর্ঘটনাগ্রস্ত সিআরপিএফের গাড়ি ও লরি | আর এই ঘটনায় মারিশদা সহ একাধিক থানার ওসি বদল করা হয় | মারিশদা থানা থেকে ওসি রাজু কুণ্ডু কে সরিয়ে পাঠানো হয়েছে পটাশপুরে | মারিশদায় পাঠানো হয়েছে কাঁথি থানার এসআই সৌমেন গুহকে | ওসি পটাসপুর দীপক চক্রবর্তীকে পাঠানো হয়েছে দিঘা মোহনা থানায় | খেজুরি থানার ওসি কামের হাসিদকে কাঁথি থানায় পাঠানো হয়েছে