আষাঢ় শেষে শ্রাবণ মাস নেই বৃষ্টির দেখা। মাঝে মাঝে মেঘ করলেও হচ্ছে না বৃষ্টি। শ্রাবণেও চাষের জমি শুকনো। জমিতে ধান না করতে পেরে কেঁদে ফেললেন এক বৃদ্ধ চাষি। ধানের চারা রোপণ করলেও, বৃষ্টির অভাবে শুকিয়ে গেছে। এবছর আর ধান করতে পারবেন কিনা জানেন না। মাথার উপর ঋণের বোঝায় কি করবেন বুঝতে পারছেন না। তবুও ভাবছেন বৃষ্টি হলে এখনও সম্ভব ধানের ফলন। তবে অনেকটাই কম হবে এবারের ফলন।
আষাঢ় শেষে শ্রাবণ মাস নেই বৃষ্টির দেখা। মাঝে মাঝে মেঘ করলেও হচ্ছে না বৃষ্টি। শ্রাবণেও চাষের জমি শুকনো। জমিতে ধান না করতে পেরে কেঁদে ফেললেন এক বৃদ্ধ চাষি। ধানের চারা রোপণ করলেও, বৃষ্টির অভাবে শুকিয়ে গেছে। এবছর আর ধান করতে পারবেন কিনা জানেন না। মাথার উপর ঋণের বোঝায় কি করবেন বুঝতে পারছেন না। তবুও ভাবছেন বৃষ্টি হলে এখনও সম্ভব ধানের ফলন। তবে অনেকটাই কম হবে এবারের ফলন।