একদিকে টানা বৃষ্টি অন্যদিকে ঝাড়খন্ডের গালুডি জলাধার থেকে ছাড়া জল, ফলে জল স্তর বাড়ছে সুবর্নরেখা, ডুলুং, কংসাবতী নদীতে , বিপদসীমায় অবস্থান করছে বহু এলাকা
টানা বৃষ্টির করনে সুবর্নরেখা, ডুলুং, কংসাবতী নদীতে জল স্তর বেড়েছে | তার উপর ঝাড়খন্ডের গালুডি জলাধার থেকে জল ছাড়ার ফলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা নদী | নদী পার্শ্ববর্তী নিচু এলাকা বিপদসীমায় অবস্থান করছে | মৎসজীবীদের নদীতে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে | এলাকা পরিদর্শন করছে প্রশাসন, প্রস্তুত মোকাবিলা টিম ও