শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ। চম্পাহাটিতে রেল অবরোধ করে বিক্ষোভ যাত্রীদের। করোনা পরিস্থিতিতে প্রতিদিন বাতিল থাকছে ট্রেন। ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়ছেন যাত্রীরা।পাশাপাশি সকলের দিকের ট্রেন গুলিতে অস্বাভাবিক ভিড় হচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে আপ ৭.২০ শিয়ালদহ লোকালে অতিরিক্ত ভিড়ের কারণে অনেক যাত্রী চম্পাহাটি স্টেশন থেকে উঠতে পারেননি ট্রেনে। অতিরিক্ত ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে এক যাত্রী পড়ে গিয়ে গুরুতর জখমও হন। তার জেরেই উত্তেজিত জনতা বিক্ষোভ দেখায়। দক্ষিণ শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।