বঙ্গে এখন উৎসবের আমেজ। পুজোর আর হাতে গোনা মাত্র কটা দিনের অপেক্ষা। পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন জোর কদমে। মালদার ঐতিহ্যবাহি চাঁচল রাজবাড়িতে শুরু হয়েছে প্রস্তুতি (Durga puja)। ৩০০ বছরের পুরনো চাঁচল রাজবাড়ির এই পুজো। ৪ দিন নয় ১৭ দিন ধরে চলে চাঁচল রাজবাড়ির পুজো (Chanchal Rajbari)। এখানে মা দুর্গা চন্ডী রূপে পূজিত হন। তৎকালীন রাজমাতা স্নান করতে গিয়ে একটি চণ্ডীমূর্তি পান। ওই মূর্তি রাজবাড়িতে নিয়ে গিয়ে পুজো শুরু হয়। সপ্তমীর দিন মা চণ্ডী ঠাকুরবাড়ি থেকে দুর্গাদালানে যান। দশমী পর্যন্ত সেখানে পুজো হয় মায়ের। এখানে কুমারী পুজোরও চল রয়েছে। পুজোর কয়েকদিন প্রচুর মানুষ সেখানে ভিড় জমান।
বঙ্গে এখন উৎসবের আমেজ। পুজোর আর হাতে গোনা মাত্র কটা দিনের অপেক্ষা। পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন জোর কদমে। মালদার ঐতিহ্যবাহি চাঁচল রাজবাড়িতে শুরু হয়েছে প্রস্তুতি (Durga puja)। ৩০০ বছরের পুরনো চাঁচল রাজবাড়ির এই পুজো। ৪ দিন নয় ১৭ দিন ধরে চলে চাঁচল রাজবাড়ির পুজো (Chanchal Rajbari)। এখানে মা দুর্গা চন্ডী রূপে পূজিত হন। তৎকালীন রাজমাতা স্নান করতে গিয়ে একটি চণ্ডীমূর্তি পান। ওই মূর্তি রাজবাড়িতে নিয়ে গিয়ে পুজো শুরু হয়। সপ্তমীর দিন মা চণ্ডী ঠাকুরবাড়ি থেকে দুর্গাদালানে যান। দশমী পর্যন্ত সেখানে পুজো হয় মায়ের। এখানে কুমারী পুজোরও চল রয়েছে। পুজোর কয়েকদিন প্রচুর মানুষ সেখানে ভিড় জমান।