ফের নাটকীয় মোড়, আহত বিজেপি নেতার সঙ্গে হাসপাতালে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব, অব্যাহত রাজনৈতিক তরজা। শনিবারের ঘটনার পর রবিবারেই হাসপাতালে তৃণমূল নেতৃত্ব। আহত বিজেপি নেতা চন্দ্রনাথ রায় বলেন, আমার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিল দুর্জয়় দাস। আমি সেটা জম্মু রহমান কেও জানিয়েছি। যদিও ভিডিও ফুটেজ সম্পূর্ণ অন্য কথা বলছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন, চন্দ্রনাথ রায় আমাদের এলাকারই বাসিন্দা। কালকের ঘটনা শুনে আজ আমি ওনার সঙ্গে দেখা করলাম। গতকালের ঘটনা নিয়ে মুখ খুলবো না সিসিটিভিতে সব দেখা যাচ্ছে।
ফের নাটকীয় মোড়, আহত বিজেপি নেতার সঙ্গে হাসপাতালে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব, অব্যাহত রাজনৈতিক তরজা। শনিবারের ঘটনার পর রবিবারেই হাসপাতালে তৃণমূল নেতৃত্ব। আহত বিজেপি নেতা চন্দ্রনাথ রায় বলেন, আমার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিল দুর্জয়় দাস। আমি সেটা জম্মু রহমান কেও জানিয়েছি। যদিও ভিডিও ফুটেজ সম্পূর্ণ অন্য কথা বলছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন, চন্দ্রনাথ রায় আমাদের এলাকারই বাসিন্দা। কালকের ঘটনা শুনে আজ আমি ওনার সঙ্গে দেখা করলাম। গতকালের ঘটনা নিয়ে মুখ খুলবো না সিসিটিভিতে সব দেখা যাচ্ছে।