ধর্মতলায় বাম ছাত্র-যুবদের মিছিল, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে, ভাঙল ব্যারিকেড। নবান্ন অভিযানের দু’দিনের মধ্যে ফের রণক্ষেত্র কলকাতার রাজপথ। পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে গেল বাম ছাত্র-যুবদের মিছিল। 'চোর ধরো জেল ভরো' স্লোগান তুলে কলকাতার রাজপথে বিশাল মিছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য DYFI সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কলকাতা কর্পোরেশনে ২৯ ,০০০ শূন্য পদে অবিলম্বে স্থায়ী ও স্বচ্ছ নিয়োগ ও শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল।
ধর্মতলায় বাম ছাত্র-যুবদের মিছিল, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে, ভাঙল ব্যারিকেড। নবান্ন অভিযানের দু’দিনের মধ্যে ফের রণক্ষেত্র কলকাতার রাজপথ। পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে গেল বাম ছাত্র-যুবদের মিছিল। 'চোর ধরো জেল ভরো' স্লোগান তুলে কলকাতার রাজপথে বিশাল মিছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য DYFI সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কলকাতা কর্পোরেশনে ২৯ ,০০০ শূন্য পদে অবিলম্বে স্থায়ী ও স্বচ্ছ নিয়োগ ও শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল।