খুনের রাজসাক্ষী যুবককে নৃশংসভাবে খুন। মৃত যুবকের নাম আব্দুর গফফার পুরকাইত। দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার ইটবাড়ি গ্রামের ঘটনা। আব্দুরের পরিবারের অভিযোগ ৬ মাস আগে তাঁর ভাই খুন হয়। তাঁর খুনেরই রাজসাক্ষী হতে চেয়েছিল আব্দুর। সোমবার রাতে তাঁকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।