মৃত্যু না হয়েও সুযোগ-সুবিধা পেয়েছিলেন অমৃতাভ চৌধুরী। দীর্ঘ ১১ বছর পর তেমনই এক সত্যি সামনে এসেছে। এবার আরও এক অভিযোগ উঠে এলো সামনে। জ্ঞানেশ্বরী কাণ্ডের পর থেকে খবর মেলেনি প্রসেনজিত আটা -র। দীর্ঘ ১১ বছর পর এখনও মেলেনি তাঁর দেহ। দেহ না মেলায় ডেথ সার্টিফিকেটও পায়নি তাঁর পরিবার। যার জেরে চরম সমস্যায় দিন কাটাচ্ছে প্রসেনজিত আটা -র পরিবার। এখন এই নিয়েই উঠে আসছে একাধিক প্রশ্ন।