টিআরপি তালিকার শীর্ষে এখন মিঠাই ধারাবাহিক। টানা ৩৫ সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে এই ধারাবাহিক। মিঠাইয়ের মেকআপ রুমে হাজির এশিয়ানেট নিউজ বাংলা। অফস্ক্রিনেও চলে রাজীবনন্দার খুনসুটি।
টিআরপি তালিকার শীর্ষে এখন মিঠাই ধারাবাহিক। টানা ৩৫ সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে এই ধারাবাহিক। মোদক পরিবার আর মিঠাইকে নিয়েই জমে উঠেছে এই ধারাবাহিক। একেবারে পারিবারিক গল্পে সাজানো মিঠাই ধারাবাহিক। মিঠাইয়ের মেকআপ রুমে হাজির এশিয়ানেট নিউজ বাংলা। অফস্ক্রিনেও চলে রাজীব এবং নন্দার খুনসুটি। এশিয়ানেটের ক্যামেরায় ধরা পড়ল তাঁদের খুনসুটি। এশিয়ানেটের সঙ্গে চুটিয়ে আড্ডা রাজীবনন্দার। আড্ডার মাঝেই ঢুকে পড়ল মিঠাইয়ের অন্যান্য সদস্যরা। সবাই মিলে হাসিমজায় জমে উঠল আড্ডা। মিঠাই ধারাবাহিকের সকলে একটি পরিবারের মতোই তাও জানালেন সৌরভ অর্থাৎ মিঠাইয়ের রাজীব। শ্যুটুংয়ের ফাঁকে তাঁরা যে কতটা মজা করেন তা তাঁদের দেখে বেশ বোঝা গেল। অনস্ক্রিনে নন্দা ও সিডের সম্পর্ক ভাই এবং বোনের। অফস্ক্রিনেও তাঁদের সম্পর্কটা বেশ মজার। তাঁদের সঙ্গেই আড্ডা জমালেন তিস্তাও। অনস্ক্রিনে তিস্তার সঙ্গে সম্পর্ক সবার ভালো না হলেও অফস্ক্রিনে সবাই মিঠাই পরিবারেরই সদস্য এবং সবাই ভালো এবং সেই ছবি ধরা পড়ল এশিয়ানেটের ক্যামেরায়।