ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরই আজ কাঁচরাপারার বাড়িতেই বিস্ফোরক মুকুল রায়
ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরই, মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয় | আজ মন্ত্রিসভার রদবদল করেন মুখ্যমন্ত্রী | এর আগেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল রায় | তিনি বলেন ভাবমূর্তি এসবের উপর নির্ভর করে না | 'মুখ্যমন্ত্রী জানেন কেন তিনি রদবদল করছেন' বললেন মুকুল