সামাজিক দূরত্বের তো প্রশ্নই নেই। অনেকের মুখে নেই মাস্কও। ওষুধের দোকানের সামনে রোগীদের থিকথিক ভিড়। করোনা আবহের ভুয়ো ডাক্তারের পর্দাফাঁস করল এশিয়ানেট নিউজ বাংলা।
রাজ্যের অন্য জেলার মতো করোনা আক্রান্তে সংখ্যা উর্ধ্বমুখী মুর্শিদাবাদেও। জেলায় সংক্রমণের নিরিখে একেবারেই প্রথম সারিতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর লালগোলা। শহরের শ্রীমন্তপুর এলাকায় একটি ওষুধের দোকানে ডাক্তার সেজে এক হাতুড়ে রোগী দেখছিলেন বলে অভিযোগ। কম খরচে চিকিৎসার পাওয়ার আশায় প্রতিদিন দোকানে বাইরে ভিড় জমাচ্ছিলেন সাধারণ মানুষ। আর স্বাস্থ্য বিধি? সেসবের কোনও বালাই ছিল না। এশিয়ানেট নিউজ বাংলা প্রতিনিধি মারফৎ ঘটনাটি যখন জানাজানি হয়, তখন শোরগোল পড়ে যায় এলাকায়। চাপের মুখে অভিযোগের সত্যতা স্বীকারও করে নেয় হাতুড়ে ডাক্তার ও ওষুধের দোকানের মালিক।