সোশ্যাল মিডিয়ায় এখন জনপ্রিয় ভূবন বাদ্যকার। সোমবার তাঁকেই দেখা গেল উত্তর ২৪ পরগনা বাগদাতে। নামকীর্তন অনুষ্ঠানের শুভ সূচনা উপলক্ষে সেখানে যান তিনি। কৃষ্ণনাম করেই কাঁচাবাদাম গান ধরতে শোনা যায় ভূবন বাদ্যকারকে।
সোশ্যাল মিডিয়ায় এখন জনপ্রিয় ভূবন বাদ্যকার-এর কাঁচা বাদাম গান। ইনস্টাগ্রাম রিলেও এখন ভাইরাল এই গান। সোমবার তাঁকেই দেখা গেল উত্তর ২৪ পরগনা বাগদাতে। নামকীর্তন অনুষ্ঠানের শুভ সূচনা উপলক্ষে সেখানে যান তিনি। কৃষ্ণনাম করেই কাঁচাবাদাম গান ধরতে শোনা যায় ভূবন বাদ্যকারকে। উত্তর ২৪ পরগনা বাগদাতে ১০ দিনব্যাপী নামকীর্তন অনুষ্ঠানের শুভ সূচনা সোমবার। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গঙ্গা বরণের জন্য আনা হয়েছিল বীরভূমের বিখ্যাত কাচা বাদাম শিল্পী ভুবন বাদ্যকারকে। এদিন কাঁচা বাদামের সঙ্গে সঙ্গে গোষ্ঠ পালের গান সাধারণ মানুষের উদ্দেশ্যে । এই বিষয়ে ভুবন বাদ্যকর বলেন সাধারণ মানুষকে গান শুনিয়ে খুব ভালো লাগছে । নামকীর্তন কমিটির উদ্যোক্তা পরিতোষ কুমার সাহা বলেন কাচা বাদাম গান গেয়ে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর । মানুষের কথা ভেবে আমরা বিখ্যাত শিল্পীকে নিয়ে এসেছি। সামনে কাচা বাদাম গান শুনলাম খুব ভালো লাগছে ।