মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিল ছেলে, আর তাঁর শোকেই নিখোঁজ হয়েছেন বাবা। ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জ থানার আদিত্যপুর দাসপাড়ায়। পরিবার সূত্রে খবর, পেশায় রংমিস্ত্রি ছিলেন সুজয় দাস(১৮)। রবিবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। এরপর তাকে পরিবারের লোকজন নিয়ে যায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। ছেলের এই ঘটনার পরেই বাবা বাবলু দাস বাড়ি থেকে বেরিয়ে যান। এরপরে প্রায় তিনদিন কেটে গেলেও এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি বাবলু দাসকে। তবে সুজয়ের অস্বাভাবিক মৃত্যু এবং বাবলু দাসের নিখোঁজ হওয়ার ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণে বাবলু দাস নিখোঁজ হয়েছেন তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।