পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার নিয়ে ফিরহাদ আজও সাংবাদিকদের বিবৃতি দেন, ২১ কোটি টাকা পাওয়া, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার কে ছোট ঘটনা বললেন ফিরহাদ
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার নিয়ে ফিরহাদ আজও সাংবাদিকদের বিবৃতি দেন | তিনি বলেন ' আমরা বিচার ব্যবস্থার ওপর বিশ্বাসী' | 'আমরা আমাদের দলের সবার মধ্যে আলোচনা করে কি সিদ্ধান্ত নিচ্ছি সেটা সবাইকে জানিয়ে দেবো' - ফিরহাদ | তারপর তিনি কেন্দ্রীয় সরকার কে দুষতে ছাড়লেন না | 'মেহুল চোকসি, নীরব মোদি কে ধরতে না পেরে পার্থকে ধরছে সেন্ট্রাল এজেন্সি' বললেন ফিরহাদ | তিনি মনে করেন এই সব ছোট ঘটনা সেন্ট্রাল এজেন্সি কে দিয়ে তদন্ত করিয়ে সেন্ট্রাল এজেন্সির সম্মান হারানো হচ্ছে |