ভাটপাড়ায় অশান্তির জন্য অর্জুন সিংহকে দায়ী করে তাঁকে গ্রেফতারের দাবি জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি সাংসদের পাল্টা চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে তাঁকে গ্রেফতার করে দেখাক পুলিশ। এ দিন তৃণমূলের একটি প্রতিনিধি দল ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে যায়। প্রতিনিধি দলে ছিলেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত মুখোপাধ্যায়, পুর্ণেন্দু বসু, সুজিত বসু-র মতো বেশ কয়েকজন মন্ত্রী।
টানা রাজনৈতিক সংঘষের পরে অবশেষে গত দু'- তিন দিনে কিছুটা শান্ত হয়েছে ভাটপাড়া। শুক্রবার ভাটপাড়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভাটপাড়ায় গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ভাটপাড়ায় হিংসায় মৃতদের পরিবারকে রাজ্য সরকার আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সরকারি চাকরিও দিচ্ছে। যাঁদের বাড়ি দোকানের ক্ষতি হয়েছে, তাঁদেরও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সরকার ভাটপাড়ার মানুষের পাশেই আছে। কোনওরকম অরাজকতা বরদাস্ত করা হবে না বলেও জানান মন্ত্রী। এর পরেই পুরমন্ত্রী অভিযোগ করেন, অর্জুন সিংহের কাছে অস্ত্র রয়েছে। অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে। অর্জুন সিংহের পাল্টা অভিযোগ, তৃণমূল নেতাদের বক্তব্যে ফের অশান্ত হতে পারে ভাটপাড়া। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নতুন কমিশনার নিরপেক্ষভাবে কাজ করছেন বলেও প্রশংসা করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।