দূষণবিহীন ই-লোডার গাড়ি এবার চলা শুরু হবে দুর্গাপুরে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের প্রথম ই-লোডার গাড়ি এটি। গাড়িটি কিনেছেন কালীনগরের বাসিন্দা উত্তম রুইদাস। দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মত। আটশো কেজি পর্যন্ত ওজন নিতে পারবে এই গাড়ি। বুকিং করার তিন দিনের মধ্যেই পাওয়া যাবে গাড়ি। সব থেকে বড় বিষয় কোনওরকম দূষণ হবেনা এই গাড়ি থেকে। বুধবার দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে ও শহরের পরিবহন আধিকারিক এই ই-লোডার বা ই-কার্ট গাড়িটির চাবি তুলে দেন গাড়ির মালিকের হাতে। তবে এই গাড়ির জন্য লাগবে এক বিশেষ লাইসেন্স ও তার জন্য ট্রেনিংও নিতে হবে যার সবটাই করবে মোটর ভেহিকেল্স ডিপার্টমেন্ট।