রয়াল বেঙ্গল টাইগারের চামড়া থেকে শুরু করে দাঁত, হাড় বা খুলি। সবাই পাচার হয়ে যেত। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং অসমের যৌথ অভিযানে ফাঁস হল বড়সড় পাচার চক্র। ক্রেতা সেজে গিয়ে ফাঁদ পেতে আন্তঃ রাজ্য পাচার চক্রের পাঁচ সদস্যকে বমাল গ্রেফতার করলেন বন দফতরের কর্তারা। শনিবার গভীর রাতে আলিপুরদুয়ার এবং অসমের শ্রীরামপুর সীমান্তে একটি অ্যাম্বুলেন্স থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে অসমের চিরাং জেলার ধৃতদের কাছ থেকে শান্তিপুরের রুনিখাতা এলাকার গোপন ডেরায় বাঘটিকে মেরে সেটির হাঁড়, খুলি,চামড়া, দাঁত আলাদা করে রাখা হয়েছিল বিক্রির জন্য। ওই দেহাংশগুলি শিলিগুড়ি হয়ে নেপালে পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে ওই সমস্ত দেহাংশ কেনার জন্য ১৫ লক্ষ টাকার টোপ দেন বন দফতরের আধিকারিকরা। সেই ফাঁদে পা দিয়েই শেষ পর্যন্ত ধরা পড়ে যায় পাঁচ অভিযুক্ত। বাঘ ছাড়াও ধৃতরা একই ভাবে গণ্ডার, গেকো, সরীসৃপ- সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী শিকার করে পাচার করত বলে অভিযোগ। ধৃতদের রবিবার অসমের বন দফতরের হাতে তুল দেওয়া হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জ বলে রেঞ্জার সঞ্জয় দত্ত।