নিম্নচাপ কাটতেই কুয়াশায় (Fog) ঢাকল চারপাশ। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশা পুরুলিয়ার (Purulia) সীমান্ত শহর ঝালদায় (Jhalda)। ঘন কুয়াশার জেরে যান চলাচলেও সমস্যা হচ্ছে সেখানে
নিম্নচাপ কাটতেই কুয়াশায় (Fog) ঢাকল চারপাশ। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশা পুরুলিয়ার (Purulia) সীমান্ত শহর ঝালদায় (Jhalda)। ঘন কুয়াশার জেরে যান চলাচলেও সমস্যা হচ্ছে সেখানে। মঙ্গলবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে পুরুলিয়া সদর সহ বিস্তীর্ণ এলাকা। তবে ঝালদা শহরে কুয়াশার প্রভাব সব চেয়ে বেশি। সকাল আটটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। যার জেরে টোটো, গাড়ি থেকে রেল চলাচলে হচ্ছে সমস্যা। আলো জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। এবিষয়ে অটো চালক উত্তম কুমার জানান, নিম্ন চাপ সরতেই কুয়াশায় ঢাকা পড়েছে এলাকা। ভোর পাঁচটা থেকে এলাকা এমন কুয়াশায় ঢেকে গেছে যে সামনের কোনো জিনিস বা মানুষ দেখা যাচ্ছে না। গাড়ি গুলি বাতি জ্বালিয়ে চলছে দুর্ঘটনা এড়াতে। অন্যদিকে, একই ছবি দেখা গেল বর্ধমানেও। সেখানে কুয়াশায় ঢেকেছে চারপাশ।